বাসস ক্রীড়া-১৬ : সাকিবের প্রত্যাবর্তন ম্যাচে বরিশালের সংগ্রহ ৯ উইকেটে ১৫২ রান

229

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বঙ্গবন্ধু টি-টুয়েন্টি
সাকিবের প্রত্যাবর্তন ম্যাচে বরিশালের সংগ্রহ ৯ উইকেটে ১৫২ রান
ঢাকা, ২৪ নভেম্বর ২০২০ (বাসস) : বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ-সাকিবের জেমকন খুলনার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। খুলনার শহিদুল নেন ৪ উইকেট।
এ ম্যাচ দিয়ে ৪০৯ দিন পর আবারো ক্রিকেটে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খুলনা।
ব্যাট হাতে নেমে ইনিংসের প্রথম বলেই মেহেদি হাসান মিরাজকে হারায় বরিশাল। পেসার শফিউল ইসলামের বলে আউট হন মিরাজ। অধিনায়ক তামিম ১৫ ও আফিফ হোসেন ২ রানে বিদায় নেন। ফলে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল।
তবে এক প্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় পারভেজ হোসেন ইমন। তবে হাফ-সেঞ্চুরি তুলে বিদায় নেন তিনি। ৩টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৫১ রান করেন যুব বিশ্বকাপের ফাইনালে ৪৭ রান করা ইমন।
ইমন ফিরে যাবার পর দলকে লড়াই করার মত পুঁিজ এনে দিয়েছেন তৌহিদ হৃদয়-ইরফান শুক্কুর-মাহিদুল ইসলাম অঙ্কন ও তাসকিন আহমেদ। হৃদয় ২৭, অঙ্কন ২১, তাসকিন ৫ বলে অপরাজিত ১২ ও শুক্কুর ১১ রান করেন। ফলে ১৫২ রানের সংগ্রহ পায় বরিশাল। খুলনার শহিদুল ৪ ওভারে ১৭ রানে ৪ উইকেট নেন। সাকিব ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট শিকার করেন । সাকিবের শিকার হন ২ রান করা আফিফ।
সংক্ষিপ্ত স্কোর :
ফরচুন বরিশাল : ১৫২/৯, ২০ ওভার (ইমন ৫১, হৃদয় ২৭, শহিদুল ৪/১৭)।
বাসস/এএমটি/২০৩৩/স্বব