বাসস ক্রীড়া-১৫ : সফরের আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল

161

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-ওয়েস্ট ইন্ডিজ
সফরের আগে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ প্রতিনিধি দল
ঢাকা, ২৪ নভেম্বর ২০২০ (বাসস) : বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল । তবে তার আগে এখানকার কোভিড-১৯ ব্যবস্থা পরিচালনা ও সুরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্য আগামী ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছাবে।
আগামী জানুয়ারিতে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং দু’টি টি-টুয়েন্টি বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কোভিড-১৯এর কারনে সফরটি সংক্ষিপ্ত করতে একটি টেস্ট কমতে পারে।
বিসিবি ইতোমধ্যে কোভিড-১৯ নিয়ে বিস্তৃত পরিকল্পনা ওয়েস্ট ইন্ডিজকে পাঠিয়েছে। দেশে আন্তর্জাতিক ক্রিকেট পুনরায় শুরু করতে প্রথম পদক্ষেপ বিসিবির।
আইসিসির সদস্য ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মেডিকেল প্যানেলের ডিরেক্টর ডা. অক্ষয় মানসিং এবং নিরাপক্তা ও সুরক্ষা ম্যনেজার পল স্লোউইর আলাদা-আলাদাভাবে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে।
ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান আজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দুই সদস্যের প্রতিনিধি আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন।
তিনি আরও বলেন, ‘একজন সদস্য তাদের মেডিকেল বিভাগের ও অন্যজন তাদের নিরাপত্তা বিভাগের। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করবেন তারা। সকল ব্যবস্থা দেখার পর নিজেদের বোর্ডকে রিপোর্ট প্রদান করবেন তারা।’
বাসস/এএমটি/এমএইচসি/২০১৫/স্বব