বাসস দেশ-৩১ : চট্টগ্রামে ৪ জেএমবি সদস্যের বিচার শুরু

100

বাসস দেশ-৩১
জেএমবি সদস্য-বিচার শুরু
চট্টগ্রামে ৪ জেএমবি সদস্যের বিচার শুরু
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র চার সদস্যের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। চার্জ গঠনের মাধ্য দিয়ে এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম শরিফুল আলম ভূঁইয়া এ চার্জ গঠন করেন।
সরকার পক্ষের আইনজীবী নোমান চৌধুরী জানান, মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
চার জেএমবি সদস্য হচ্ছে মো. এরশাদ হোসাইন (২০), বুলবুল আহাম্মদ সরকার ওরফে এম.এ হাসান ফুয়াদ আপেল ওরফে রফি ওরফে ফুয়াদ ওরফে মেহদী (২৬), মো. সুজন (২৪) ও মাহাবুব রহমান ওরফে খোকন (৩৩)।
আদালত সূত্র জানায়, তাদের বিরুদ্ধে ২০১৫ সালের ২৩ মার্চ পুলিশ বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করে। ২০১৬ সালের ৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এই চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বাসস/জিই/কেএস/এফএইচ/১৮৪৫/-শআ