৩০-০ গোলে পরাজিত হওয়ায় ক্ষমা চাইলো স্প্যানিশ যুব দল

226

মাদ্রিদ, ২৪ নভেম্বর, ২০২০ (বাসস) : প্রাদেশিক একটি ম্যাচে রোববার ৩০-০ গোলে পরাজিত হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছে স্প্যানিশ যুব ফুটবল দল সিলোস সিএফ। প্রতিপক্ষ এসএফ জুকার গুনে গুনে ৩০বার বল পাঠিয়েছে সিলোসের জালে।
অনুর্ধ্ব-১৪ ও ১৫ বছর বয়সী ছেলেদের নিয়ে আয়োজিত এই ম্যাচটিতে সিলোসের ’এ দল জুকারের ’সি দলের বিপক্ষে মাঠে নেমেছিল। সিলোস সভাপতি হোসে এন্টোনিও রডরিগুয়েজ জানিয়েছে প্রথমার্ধেই তার দল ১৪-০ গোলে পিছিয়ে পড়ায় ম্যাচটি আর খেলতে চাননি। কিন্তু জুকার কোচ ম্যাচটি শেষ করার জন্য আহবান জানান। এক বিবৃতিতে রডরিগুয়েজ বলেছেন, ‘প্রথমত আমরা জুকারের কাছে এই ধরনের একটি বাজে পরাজয়ে ক্ষমা প্রার্থনা করছি। এটা সত্যি যে বিরতির পরেই ম্যাচটি শেষ করে দেয়া যেত। বেশ কয়েকবার আমার কোচ রেফারির সাথে বিষয়টি নিয়ে কথা বলেছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি।’
রডরিগুয়েজ আরো বলেছেন তার খেলোয়াড়রা কোনদিক থেকেই জুকারের খেলোয়াড়দের প্রতি কোন অশ্রদ্ধা দেখায়নি।
এদিকে ম্যাচটি পরাজয় নিশ্চিত হয়ে যাওয়া সত্বেও শেষ পর্যন্ত চালিয়ে নেবার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলোসের কোচকে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে।