বাসস দেশ-১০ : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৬

141

বাসস দেশ-১০
ডিএমপি-গ্রেফতার
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৬
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২০ (বাসস) : রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১ হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৮০ গ্রাম ৯ পুরিয়া হেরোইন, ২১ কেজি ২৩১ গ্রাম গাঁজা ও একশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৪৯টি মামলা করা হয়েছে।
এরমধ্যে রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৬ কেজি গাঁজাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মো. বায়েজিদ (২০) ও মোসা. ছোটনা বেগম (৪৫)।
কদমতলী থানার মাতুয়াইল মা ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন হাতীওয়ালা বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মোছা. সোনালী (৩০), মো. সুজন মিয়া (২৩) ও মো. মোয়াজ আহম্মেদ (১৮)।
আজমপুর কাঁচাবাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
বাসস/সবি/এফএইচ/১৩৫০/অমি