বাসস দেশ-৬ : মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

98

বাসস দেশ-৬
বস্তি আগুন-নিয়ন্ত্রণ
মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ২৪ নভেম্বর,২০২০ (বাসস) : রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রনে এসেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ভয়াবহ আগুনে বস্তির আধা-পাকা ৯৮টি ঘর পুড়ে গেছে। এছাড়া আসবাবপত্র ও অন্যান্য মালামাল আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লীমা খানম আজ মঙ্গলবার সকালে বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে মহাখালী সাততলা বস্তিতে হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তেজগাঁও,বারিধারা, কুর্মিটোলা ও হেডকোয়ার্টার্স থেকে ১২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। রাত ২ টা ৫৫ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রনে আনে ।
লীমা খানম আরও জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাপ তদন্ত সাপেক্ষে জানা যাবে। অগ্নিকান্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
বৈদ্যুতিক গোলযোগ, গ্যাস লাইন লিকেজ অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৩২৫/অমি