বাজিস-৬ : ভোলায় শুরু হচ্ছে অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

162

বাজিস-৬
ভোলা-উচ্চারণ-কর্মশালা
ভোলায় শুরু হচ্ছে অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা
ভোলা, ২৪ নভেম্বর, ২০২০ (বাসস) : জেলায় এ প্রথম শুরু হচ্ছে অনলাইন শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা। আবৃত্তি সংগঠন কাব্যাঙ্গণের আয়োজনে আগামী ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকমউল্লাহ আকম কর্মশালার উদ্বোধন করবেন। চারমাসব্যাপী এ কর্মশালায় ক্লাস নেবেন বাংলাদেশ ও ভারতের বাচিকশিল্পীগণ।
কাব্যাঙ্গণের প্রশিক্ষণ বিভাগের প্রধান অতনু করঞ্জাই বাসস’কে জানান, প্রতি শুক্রবার সকালে টানা দুই ঘন্টা এখানে ক্লাস নেয়া হবে। যে কোন বয়সের যে কেউ এখানে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে। আগামী ২ ডিসেম্বর অনলাইনে আবেদন কররা শেষ দিন। জনপ্রতি ফি বাবদ দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা।
তিনি আরো বলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সামস উল আলম মিঠু, পশ্চিমবঙ্গের সঞ্জয় চট্রপাধ্যায়, দিপংকর চট্রপাধ্যায়সহ আরো অনেকে কর্মশালায় ক্লাস নিবেন। শেষে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে বলে জানান তিনি।
বাসস/এইচএএম/১১৫৫/নূসী