বাজিস-৩ : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

129

বাজিস-৩
জয়পুরহাট-নিহত ১
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
জয়পুরহাট, ২৪ নভেম্বর,২০২০ (বাসস) : জেলার আক্কেলপুরের বুনাপাড়া এলাকায় সোমবার বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় খোকা সরকার (৮০) নামে এক কৃষক নিহত হয়েছে। মৃত ব্যক্তি আক্কেলপুরপৌর সভার সোনামুখী হিন্দুপাড়ার মহল্লার বাসিন্দা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ খান জানান, কৃষক খোকা সরকার তার নিজের ধানক্ষেত দেখে বিকেলে ফসলের মাঠ থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় আক্কেলপুর -গোপীনাথপুর সড়কের বুনারপাড়া এলাকায় পৌঁছলে গাপীনাথপুরগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন খোকা সরকারকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮ টার তার মৃত্যু হয়।
বাসস/সংবাদদাতা/১১০৫/নূসী