বাসস দেশ-২০ : চট্টগ্রামে বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্য হাতির মৃত্যু

175

বাসস দেশ-২০
বৈদ্যুতিক ফাঁদ-হাতির মৃত্যু
চট্টগ্রামে বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্য হাতির মৃত্যু
চট্টগ্রাম, ২৩ নভেম্বও, ২০২০ (বাসস) : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে একটি বন্য হাতি মারা গেছে।
শীত মৌসুমে ক্ষেতের পাশে পেতে রাখা বন্য শূকর শিকারীর বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটির মারা যায়। সোমবার ভোরে উপজেলার বড়হাতিয়া চাকফিরানি গ্রামের পশ্চিম পাশে এ বন্য হাতির মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ৩ বছর আগে একই জায়গায় শূকর শিকারীদের ফাঁদে পড়ে ২টি বন্য হাতি মারা যায়। ওই ঘটনায় মামলাও হয়। তবে রহস্যজনক কারণে জড়িতদের মামলার আসামি করা হয়নি। গত শনিবার রাতেও শিকারীরা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে গিয়ে ফাঁদ বসিয়ে বন্য শূকর শিকার করেছে বলে স্থানীয়রা জানান।
বড়হাতিয়া বন বিট কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ‘বড়হাতিয়া বন বিটের আওতাধীন সব জায়গা এখন প্রভাবশালিরা দখল করে রেখেছে। যার ফলে বন জঙ্গল উজাড় হয়ে গেছে। খাদ্যের অভাবে প্রতিনিয়ত বন্য প্রাণীরা লোকালয়ে হানা দিচ্ছে। শিকারীরা ফাঁদ পেতে এসব বন্য প্রাণী শিকার করছে।’
চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ অফিসার মঞ্জুরুল আলম বলেন, বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসে নিহত হাতির সুরতহাল শেষে ঘটনাস্থলে মাটি চাপা দেয়া বলেও জানান তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবিব জিতু বলেন, ‘হাতি নিহতের ঘটনা শুনেছি। হাতির ময়না তদন্ত করা হয়েছে। ফাঁদ পাতার ফলে হাতির মৃতুর ঘটনাটি খুবই দুঃখ জনক বলে জানান তিনি।
বাসস/জিই/কেএস/এফএইচ/২০০৫/এবিএইচ