বাসস ক্রীড়া-১৬ : ফেভারিট খুলনাকে হারাতে তরুণদের উপর আস্থা রেখেছেন তামিম

185

বাসস ক্রীড়া-১৬
ফুটবল-তামিম-রিয়াদ-প্রিভিউ
ফেভারিট খুলনাকে হারাতে তরুণদের উপর আস্থা রেখেছেন তামিম
ঢাকা, ২৩ নভেম্বর ২০২০ (বাসস): বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম ম্যাচে আগামীকাল রেড-হট ফেভারিট জেমকন খুলনার মোকাবেলা করবে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে জ¦লে ওঠার জন্য দলের তরুণ তুর্কীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় দলের এই ওপেনার।
সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও নতুন স্পোটর্স চ্যানেল টি-স্পোর্টস।
হাই ভোল্টেজ বঙ্গবন্ধু টি-২০ কাপে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়েদাকে নিয়ে গঠিত জেমকন খুলনা যে অন্যদের তুলনায় শক্তিশালী, সে বিষয়ে কোন সন্দেহ নেই। দলটিতে আরো রয়েছেন অভিজ্ঞ আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু এবং শুভগত হোম। যারা নিকট অতীত ও বর্তমানে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ও করছেন।
অপরদিকে তামিমের নেতৃত্বে গড়া ফরচুন বরিশালকে এই আসরের সবচেয়ে খর্ব শক্তির দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ দলটির অধিকাংশ ক্রিকেটারই তরুণ। তামিম বলেছিলেন দল গঠনের সময় কিছু ভুল হয়ে গেছে। প্লেয়ার্স ড্রাফটের সময় কিছু অভিজ্ঞ খেলোয়াড়কেও যুক্ত করা উচিৎ ছিল।
তবে খুলনা কতটা শক্তিশালী হবে সেটি জেনেও হাল ছাড়তে চাননা বরিশাল অধিনায়ক। বলেছেন তরুণদের উপর তার আস্থা রয়েছে। তার মতে এরা পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারবে। তামিম আজ সাংবাদিকদের বলেন,‘ আমরা আসলে যথেষ্ঠ শক্তিশালী নই। তবে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা। কোন দলই বলতে পারবেনা তারা শক্তিশালী এবং সব সময় ম্যাচে জয় পাবে। আমি এমন কিছু খেলোয়াড় পেয়েছি যারা সবাই পারদর্শী এবং সুযোগ পেলে নিজেদের মেলে ধরেত পারবে।’
তিনি বলেন,‘ তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রমান করেই এখানে উঠে এসেছে। তাদের উপর আমার পুর্ন আস্থা রয়েছে। আশা করছি কালকের ম্যাচে আমরা ভাল একটি সুচনা উপহার দিতে পারব।’
তামিম বলেন,‘ খুলনা শক্তিশালী দল। কিন্তু আমি আগেও বলেছি, নিজেদের প্রতি আমাদের বিশ^াস রয়েছে। তরুণদের প্রতি আমার আস্থা রয়েছে। আপনি হয়তো আমাদের দলে নামকরা খেলোয়াড়ের নাম পাবেন না। কিন্তু ম্যাচ জয়ে তারা পারদর্শী।’
জেমকন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্য নিজ দলের সামর্থ্য সম্পর্কে ভালই ওয়াকিবহাল আছেন, তবে তার চেয়েও বেশী জোর দিতে চান মাঠে ভাল পারফর্মেন্সের উপর। আসন্ন ম্যাচকে উপলক্ষ্য করে তিনি আজ সাংবাদিকদের বলেন,‘ এটি ঠিক যে কাগজে কলমে আমাদের দলটি শক্তিশালী। তবে আমি বিশ^াস করি কাগজে কলমের সামর্থ্যই যথেষ্ঠ নয়। যেটি দরকার সেটি হচ্ছে সময় মত সঠিক পারফর্মেন্স করা।
দলে কত বড় তরকা রয়েছে সেটি আসল বিষয় নয়, দিন শেষে আপনাকে এর প্রমান দিতে হবে। মাঠেই আপনাকে প্রমান করতে হবে যে আপনি শক্তিশালী। তাই সেখানে আপনাকে প্রমান করতে হবে। আমরা এমন একটি টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি, যেখানে ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড়রাই প্রতিদ্বন্দ্বিতা করবে। ’
সর্বশেষ বিসিবি প্রেসিডেন্ট কাপে অধিনায়ক হিসেবে দারুন মুন্সিয়ানা দেখিয়েছেন করেছেন রিয়াদ। তার নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশ জয় করেছে চ্যাম্পিয়ন শিরোপা। তবে সেই গৌরব নিয়ে বসে থাকতে চান না তিনি। রিয়াদ বলেন,‘ এতে আত্মতৃপ্তির কিছু নেই। সেটি এখন অতীত। সেটি ছিল ৫০ ওভারের টুর্নামেন্ট এবং এখন হতে যাচ্ছে টি-২০ টুর্নামেন্ট। আমার মতে ভাল শুরুটা খুবই গুরুত্বপুর্ন। সুতরাং আগামীকাল একটি ভাল সুচনা করতে চাই আমরা।’
স্কোয়াড:
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন (সিনিয়র), আনামুল হক বিজয়, শামিম পাটওয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহিরুল ইসলাম।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দি শুভ।
বাসস/এসএমপি/এমএইচসি/১৯২০/স্বব