বাসস দেশ-১৭ : আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল

137

বাসস দেশ-১৭
যুবলীগ-মিলাদ
আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২০ (বাসস) : আওয়ামী যুুবলীগের সপ্তম কংগ্রেসের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বাদ আসর ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, মুজিবুর রহমান চৌধুরী, নিক্সন চৌধুরী এমপি, হাবিবুর রহমান পবন ও সাজ্জাদ হায়দার লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাইফুর রহমান সোহাগ ও জহির উদ্দিন খসরু, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক শাহজাদা দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাফল্যের ১ বছরের কর্মকান্ড তুলে ধরে বক্তৃতায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলন এবং শোষিত নির্যাতিত মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেছে যুবলীগ। বিতর্কের কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরেছে যুবলীগ। মানবিক সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসেছে যুবলীগ। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করাকেই এখন আদর্শ হিসেবে দেখছে যুবলীগ।
তিনি বলেন, করোনা সংকটে মানবিকতার সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছে যুবলীগ। সারাদেশে করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ সব মহানগর, জেলা-উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড যুবলীগের প্রতিটি ইউনিট অসহায় মানুষকে সহায়তা করে আসছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রতিটি স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন নিখিল।
বাসস/সবি/বিকেডি/১৯২৫/এএএ