বাসস দেশ-২০ : ফেসবুকে উস্কানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে ৩ জন গ্রেফতার

164

বাসস দেশ-২০
র‌্যাব-গ্রেফতার
ফেসবুকে উস্কানিমূলক গুজব ছড়ানোর অভিযোগে ৩ জন গ্রেফতার
ঢাকা, ৮ আগস্ট, ২০১৮ (বাসস) : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব-২-এর সদস্যরা মঙ্গলবার রাতে ধানমন্ডি আবাহনী মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মো. আক্তারুজ্জামান টনি (২২), মো. আসাদুল্লাহ আল গালিব (২২) ও মো. মুনইম সরকার (২৩)।
গ্রেফতারকৃতরা বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য বলে র‌্যাব সূত্রে জানা যায়। তারা ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকের আইডি হতে ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম স্ট্যাটাস দেয়। তারা শহিদ রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্দেশ্যমূলকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার জন্য বিভ্রান্তমূলক স্ট্যাটাস প্রকাশ করে বলে র‌্যাব সূত্র জানায়।
বাসস/নিজস্ব/এফএইচ/১৮০০/কেজিএ