বাজিস-১১ : মাগুরায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাশ্রমে জেব্রা ক্রসিং অঙ্কন

167

বাজিস-১১
মাগুরা-অঙ্কন
মাগুরায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাশ্রমে জেব্রা ক্রসিং অঙ্কন
মাগুরা, ৮ আগস্ট, ২০১৮ (বাসস) : মাগুরায় ট্রাফিস সপ্তাহ উপলক্ষে আজ বুধবার বিভিন্ন স্কুল ও কলেজের সামনে জেব্্রা ক্রসিং আঁকা হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা স্বেচ্ছাশ্রমে এ কাজ সম্পন্ন করছেন।
যুব রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা ইউনিটের প্রধান মোহাম্মদ শরীফ জানান- শহরের এজি একাডেমী, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আদর্শ ডিগ্রী কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের সামনে জেব্রা ক্রসিং না থাকায় অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। এ থেকে উত্তরণের জন্য আমরা পর্যায়ক্রমে জেব্রাক্রসিং এঁকে দিচ্ছি। এসব জেব্রা ক্রসিং দিয়ে ট্রাফিক বিভাগের সহযোগিতায় সাধারণ পথচারিসহ ছাত্রছাত্রীরা পারাপার হবে।
যুব রেড ক্রিসেন্টের ৭জন সদস্য এ কাজে অংশ নিচ্ছেন।
বাসস/ সংবাদদাতা/১৭৪৫/মরপা