বাজিস-১০ : লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর স্থাপন

170

বাজিস-১০
লক্ষীপুর-ভিত্তিপ্রস্থর
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরালে’র ভিত্তিপ্রস্থর স্থাপন
লক্ষ্মীপুর, ৮ আগস্ট, ২০১৮ (বাসস) : লক্ষ্মীপুরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে শহরের উত্তর তেমুহনীতে বুধবার দুপুরে এর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান। এর জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নেওয়া হয়। সম্প্রতি ওই ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এক চিঠিতে ম্যুরালটি নির্মাণের অনুমতি দেন।
ভিত্তিপ্রস্থর স্থাপনকালে পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেন, ঢাকার অভিজ্ঞ ঠিকাদারী প্রতিষ্ঠান অরিগামী আর্কিটেককে দিয়ে ম্যুরালটি নির্মাণ করে হচ্ছে। দৃষ্টিনন্দন এ ম্যুরালটির চারপাশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছবি দেখা যাবে। এতে নান্দনিক আলোকসজ্জার ব্যবস্থা থাকবে।
প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মিত ম্যুরালটি’র কাজ শেষ হতে প্রায় তিন মাস সময় লাগবে।
বাসস/ সংবাদদাতা/১৭৪৫/মরপা