সরকারিভাবে ধান-চালের দাম নির্ধারণ করে দেয়ার সুফল পাওয়া যাচ্ছে : খাদ্যমন্ত্রী

287

নওগাঁ, ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকারিভাবে ধান-চালের দাম নির্ধারণ করে দেয়ার সুফল পাওয়া যাচ্ছে।
কৃষক-ভোক্তা সকলে এই সুফল পাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন, মৌসুমের শুরুতে অনেকে সিন্ডিকেট করে। এতে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয়। এজন্য সরকারীভাবে মূল্য নির্ধারণ করে ধান-চাল সংগ্রহ করা হচ্ছে।
মন্ত্রী আরো বলেন, চলতি মৌসুমে নতুন আমন ধানের ভাল দাম পেয়ে কৃষকরা খুবই খুশি। এই ধারাবাহিকতা ধরে রাখতে বাজার দর ও মজুত পরিস্থিতির ওপর তীক্ষè নজর রাখা হচ্ছে। প্রয়োজনে লক্ষ্যমাত্রার অতিরিক্ত ধান সংগ্রহ করবে সরকার।
সাধন চন্দ্র মজুমদার আজ জেলার সাপাহার উপজেলায় আমন ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, সরকারী মজুতের জন্য চাল আমদানী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তার পরিমাণ নির্ভর করছে বাজার দরের স্থিতিশীলতার ওপর।
তিনি আরো বলেন, ধান-চালের বাজারে কাউকে সিন্ডিকেট করতে দেয়া হবে না। বেসরকারীভাবেও কেউ আমদানী করার সুযোগ পাবে না।
সভায় খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।