বাসস প্রধানমন্ত্রী-৩ : পবা উপজেলা চেয়ারম্যান মনসুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

128

বাসস প্রধানমন্ত্রী-৩
শেখ হাসিনা-শোক
পবা উপজেলা চেয়ারম্যান মনসুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা: ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মোঃ মনসুর রহমান চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বাসস/সবি/বিকেডি/১৮৫৩/স্বব