ফেনীতে পৌরসভার স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

177

ফেনী, ২২ নভেম্বর ২০২০ (বাসস): জেলায় করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি কমাতে আজ জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে ফেনী পৌরসভা।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ট্রাংকরোড কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
‘সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি’ শীর্ষক এ কর্মসূচিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার প্রমুখ অংশগ্রহন করেন।
পৌর মেয়র জানান, করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি বাস্তবায়নে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে পৌরসভা। এরই অংশ হিসাবে ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে পঞ্চাশহাজার পিস মাস্ক, পঁচিশহাজার হ্যান্ড স্যানিটাজার ও বিশহাজার পিস সাবান বিতরণ করা হবে।