বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত

208

বগুড়া, ২২ নভেম্বর ২০২০(বাসস): জেলার শেরপুর উপজেলায় আজ বাসের চাপায় এক শিশুসহ তিনজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার বেলা ১২টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ধনকুন্ডি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রামানিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শিশু শাহ সুলতান (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চান্দাইকোনার দিকে যাচ্ছিল। ধনকুন্ডি নামক স্থানে ঢাকাগামী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দেয়। বাস চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এক শিশুসহ অটোরিকশার তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।নিহত তিনজনের মরদেহ ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়ায় হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্পে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ব-১৩-০৯৮৯) আটক করা হয়েছে।