বাসস দেশ-১৩ : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি

99

বাসস দেশ-১৩
সিরাজগঞ্জ-আওয়ামী লীগ-কমিটি
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে অব্যাহতি
ঢাকা, ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ^াস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাত এমপিকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষীরত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতির নির্দেশক্রমে ও সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ^াস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মো. হাবিবে মিল্লাত এমপিকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
একই সাথে পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী (হাসান)-কে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান হয়েছে।
বাসস/সবি/বিকেডি/১৭২৫/কেকে