চট্টগ্রামে প্রায় দেড় লাখ ইয়াবাসহ একজন গ্রেফতার

199

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : বন্দরনগরীর কর্ণফূলি নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে আজ সকালে প্রায় দেড় লাখ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মিয়ানমার থেকে সাগর পথে চট্টগ্রামে আসা ইয়াবার চালান খালাস করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা ও একটি ট্রলার জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সোহেল। তিনি জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফূলি নদীর পুরাতন কালুরঘাট এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ওই ট্রলার থেকে ১ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার চালান খালাস করার সময় সোহেল নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।