বাজিস-৬ : মাস্ক ব্যবহারে করোনা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব

116

বাজিস-৬
জয়পুরহাট- মাস্ক ব্যবহার
মাস্ক ব্যবহারে করোনা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব
জয়পুরহাট, ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : করোনা সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, মাস্ক ব্যবহারে করোনা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব। শতভাগ মাস্ক বিতরণ নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক ছাড়া পণ্য বিক্রি না করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আজ রোববার সকাল ১০টায় সচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধন করা হয়।
জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। করোনা প্রাদূর্ভাব মোকাবেলায় ব্যাপক সচেতনতা প্রয়োজন উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক গোলাম হক্কানী ও সদস্য সচিব নন্দলাল পার্শী । মাস্ক ব্যবহারে করোনা ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব উল্লেখ করে ”মাস্ক নেই তো সেবা নেই ” এটি কঠোর ভাবে পালনের জন্য প্রতিটি বিভাগকে আহবান জানানো হয়। এ সময় জেলা প্রশাসন , উপজেলা প্রশাসন, পৌরসভা সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে জনসাধারণের মাঝে সচেতনতার জন্য মাস্ক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বাসস/সংবাদদাতা/১৩৩৫/নূসী