বাজিস-৪ : জয়পুরহাটে শীতের সবজি বাজারে দাম কমতে শুরু করেছে

129

বাজিস-৪
জয়পুরহাট-সবজি বাজার
জয়পুরহাটে শীতের সবজি বাজারে দাম কমতে শুরু করেছে
জয়পুরহাট, ২২ নভেম্বর, ২০২০ (বাসস) : সবজি চাষে উদ্বৃত্ত জেলা জয়পুরহাটের হাটবাজার গুলোতে শীতের সবজি উঠতে শুরু করায় দামও কমতে শুরু করেছে। কিছু সবজির দাম অর্ধেকেরও বেশি কমেছে ।
জেলার বিভিন্ন হাটবাজার ঘুরে জানা যায়, শীতের সবজির আমদানী বেশি হওয়ায় বাজারে গত দুই সপ্তাহের ব্যবধানে প্রায় অর্ধেকের বেশি কমেছে সবজির দাম। বর্তমান বাজারে ৬০ টাকা কেজির মূলা ১০ টাকা, ২০০ টাকা কেজির কাঁচা মরিচ ১০০ টাকা, ৭০ টাকা কেজির পটল ৩০ টাকা, ৬০ টাকা কেজির বেগুণ ৩০ টাকা, ৮০ টাকা কেজির বরবটি ৩০ টাকা, ১০০ টাকা কেজির ফুল কপি ৫০ টাকা, ৮০ টাকা কেজির শিম ৩০ টাকা, ৫শ টাকা কেজির ধনিয়া পাতা এখন ১শ টাকা, ৫০ টাকা পিস লাউ ৩০ টাকা বিক্রি করতে দেখা যায়। নতুন ধান বাজারে আসা শুরু করায় চালের দামও কিছুটা কমতে শুরু করেছে। নতুন চাল হিসেবে বাজারে স্বর্ণ-৫ বিক্রি হচ্ছে ৪৫ টাকা এবং বিআর-৪৯ বিক্রি হচ্ছে ৪৬/৪৭ টাকা কেজি। সে কারণে চালের দাম ধীরে ধীরে কমছে বলে মন্তব্য করেন আমতলীর পাইকারী চাল বিক্রেতা নজরুল ইসলাম।
নতুন বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা সাহেব আলী জানান, এক সপ্তাহ আগে ৮০ টাকা কেজির দেশীয় পেঁয়াজ এখন ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। শনিবার বাজারে সেই পেঁয়াজ ৫০ টাকা পাইকারী বিক্রি হচ্ছে। বাজারে নতুন পেঁয়াজ উঠার পাশাপাশি টিসিবি’র সরবরাহ কৃত পেঁয়াজ বাজারে পর্যাপ্ত থাকায় দাম কমতে শুরু করেছে। জেলা শহরের সাহেব বাজারের পাইকারী পেঁয়াজ বিক্রেতা মাহফুজুল হক, শাহীন ও বিপ্লব জানান, নতুন পেঁয়াজ বাজারে আশা এবং টিসিবি’র পেঁয়াজ বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় দাম কমছে ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, জেলার কৃষকরা অধিক লাভের আশায় চলতি মৌসুমে বিভিন্ন আগাম জাতের ফসল চাষ করেছেন। এরমধ্যে রয়েছে ২ হাজার ৬শ হেক্টর বিভিন্ন ধরনের সবজি চাষসহ শিম ৪শ হেক্টর, মূলা ৪৫০ হেক্টর, মরিচ ৩১০ হেক্টর ও পেঁয়াজ ৪ শ হেক্টর, বাঁধা ও ফুল কপি ৭শ হেক্টর । ফলে এ ফসল গুলোর সঙ্গে শীতের সবজিও এখন বাজারে আসতে শুরু করেছে। এ জন্য সবজির বাজার কমতে শুরু করেছে বলে জানান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স. ম মেফতাহুল বারি।
বাসস/সংবাদদাতা/১১২৩/নূসী