এরদোগান ও সৌদি বাদশাহ সম্পর্ক জোরদার করতে সম্মত

505

ইস্তানবুল, ২১ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : সৌদি আরবের বাদশাহ সালমানের সাথে সম্পর্ক বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান। সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর এটি ছিল তাদের মধ্যে ব্যতিক্রমী এক ফোনালাপ।
শনি ও রোববার রিয়াদ আয়োজিত জি -২০ নেতাদের শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এরদোগান এ ফোন কল করেন। এরদোগান এবং সৌদি বাদশাহ ফোন আলাপকালে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং জি -২০ শীর্ষ সম্মেলন নিয়ে মতবিনিময় করেন।
প্রেসিডেন্ট এরদোগান ও বাদশাহ সালমান দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য এবং বিভিন্ন ইস্যু মীমাংসার ব্যাপারে সংলাপের চ্যানেলগুলি উন্মুক্ত রাখার বিষয়ে একমত হয়েছেন।
তুরস্ক ও সৌদি আরব দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তবে ২০১৮ সালে সৌদি আরবের ইস্তানম্বুল কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের কন্ট্রিবিউটর খাশোগির হত্যার পর দু’টি সুন্নি-মুসলিম আঞ্চলিক শক্তির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।