হবিগঞ্জে ‘এসডিজি’ বিষয়ক দু’দিনব্যাপি কর্মশালা

463

হবিগঞ্জ, ২১ নভেম্বর ২০২০ (বাসস) : জেলার বাহুবল উপজেলায় আজ ‘এসডিজি রিপোর্টিংয়ে জেন্ডার বাজেটিং মেটাডাটা প্রণয়ন’ শীর্ষক দু’দিনব্যাপি এক কর্মশালা শুরু হয়েছে।
আজ শনিবার বাহুবল উপজেলার প্যালেস রিসোর্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং বাংলাদেশে ইউএনডিপি’র উপ-আবাসিক প্রতিনিধি এনগুয়েন থি নক ভ্যান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক সুব্রত ঘোষ এবং ইউএনডিপি’র কারিগরি উপদেষ্টা ফকরুল আহসান। আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ মেসবাহুল আলম প্রমুখ।