বাজিস-৫ : ঠাকুরগাঁওয়ে লাইসেন্স না থাকা এবং বেশি দামে সার বিক্রি করায় কারাদন্ড

546

বাজিস-৫
ঠাকুরগাঁও- কারাদন্ড
ঠাকুরগাঁওয়ে লাইসেন্স না থাকা এবং বেশি দামে সার বিক্রি করায় কারাদন্ড
ঠাকুরগাঁও, ২১ নভেম্বর ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বেশি দামে সার বিক্রির অপরাধে ওমর ফারুক (৩৫) নামে এক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার বিকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, স্থানীয় বরুনাগাঁও মোড়ের মেসার্স ফারুক ট্রেডার্সের মালিক ওমর ফারুকের সার বিক্রির কোনো খুচরা বা পাইকারি ডিলার লাইসেন্স অথবা বিসিআইসি’র কোনো নিবন্ধন নেই। তিনি সার বিক্রির সময় গ্রাহকদের কোনো প্রকার বিক্রয় রশিদ প্রদান করতেন না এবং নিজেও সার ও কীটনাশক ক্রয়ের কোন রশিদ ভ্রাম্যমান আদালতকে দেখাতে পারেননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধভাবে এবং বেশি দামে সার ও কীটনাশক বিক্রির অপরাধে অভিযুক্ত ওমর ফারুককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুইদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আফতাব হোসেন, সদর উপজেলা সার পরিদর্শক মনোয়ার হোসেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৩৫/এমকে