বাসস ক্রীড়া-১৩ : জিততে হলে ‘আউট অব দ্য বক্স’ খেলতে হবে : তামিম

210

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-তামিম
জিততে হলে ‘আউট অব দ্য বক্স’ খেলতে হবে : তামিম
ঢাকা, ২১ নভেম্বর ২০২০ (বাসস) : আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু বরিশালের দল গঠন নিয়ে অসন্তুষ্ট তামিম। কাগজে-কলমে শক্তির বিচারে বরিশাল পিছিয়ে বলে মনে করেন তামিম।
দলের বোলিং লাইন-আপ নিয়ে কোন সমস্যা মনে করছেন না তামিম। তবে ব্যাটিংএ মিডল-অর্ডারে ঘাটতি আছে বলে জানান তিনি। ব্যাটসম্যানদের মধ্যে আফিফ হোসেন, তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর আছে। তবে বড় মঞ্চে মেলে ধরার মত সামর্থ্য কতটুকু সেটিই সময় বলে দিবে। মিডল-অর্ডারের দুর্বলতা কাটিয়ে উঠতে পারলেই আসন্ন টুর্নামেন্টে ভালো করা সম্ভব।
তবে পুরো টুর্নামেন্টের পথ পাড়ি দিতে ‘আউট অব দ্য বক্স’ খেলার পরিকল্পনা করেছেন তামিম। আউট অব দ্য বক্স বলতে তামিম বুঝিয়েছেন, ‘যে স্কোয়াডটা আছে আমাদের যদি সফল হতে চাই, তবে আউট অব দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। সব সময় যেমন পরিকল্পনা করে খেলি, সেভাবে জেতাটা কঠিন হবে। আমাদের যে সামর্থ্য আছে যদি আমরা একটু আউট অব দ্য বক্স চিন্তা করে বা অন্য দলকে সারপ্রাইজ করতে পারি তাহলে অবশ্যই সম্ভব হবে। আমি দুই তিনজকে নিয়ে আশা করছি, তারা যদি ভালো খেলতে পারে তবে অনেক কিছুই হতে পারে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইরফান খুব ভালো করছে। হৃদয়কে আমি টি-টুয়েন্টিতে দেখার অপেক্ষায় আছি। কিন্তু সে ভালো খেলোয়াড়। তাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমার এমন একটা টিম যে সিনিয়র জুনিয়র নাই। আমার টিমে যদি সিনিয়র-জুনিয়র নিয়ে চিন্তা করেন, হয়তো আমিই একমাত্র অভিজ্ঞ। যদি আপনি সফল দল হতে চান, বিশেষত এই দল। আমি তেরো বছর খেলেছি অন্যরা দুই বছর খেলেছে এটা কোনো ম্যাটার না।’
অভিজ্ঞতায় ভরপুর তামিম দলের সাফল্যের জন্য সামনে থেকে নেতৃত্ব দিতে চান। তিনি বলেন, ‘অবশ্যই আমার নিজের পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ, আমি যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি। অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দেন। আমি যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি, অবশ্যই সেটা দলকে অনুপ্রেরণা দিবে। হয়তো বা আমার টুর্নামেন্টে আলাদা আলাদা ভুমিকা পালন করতে হবে। কারণ আমি যেটা বললাম আপনার যদি রিসোর্স থাকে তাহলে আপনি অনেক রকম পরিকল্পনা করতে পারেন। যদি রিসোর্সটা কম থাকে তাহলে আপনার সেভাবেই খেলতে হবে।’
২৪ নভেম্বর উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে জেমকন খুলনার বিপক্ষে মাঠে নেমে মিশন শুরু করবে ফরচুন বরিশাল।
বাসস/এএমটি/১৯৩০/স্বব