বাসস বিদেশ-৯ : ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা : জাতিসংঘ

116

বাসস বিদেশ-৯
ইয়েমেন-যুদ্ধ-জাতিসংঘ
ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা : জাতিসংঘ
জাতিসংঘ, ২১ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সতর্ক করেছেন যে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন ভয়াবহতম দুর্ভিক্ষে পতিত হতে পারে।
গুতেরেস বলেন, পাঁচ বছর ধরে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধের প্রেক্ষিতে দেশটিতে অবিলম্বে পদক্ষেপ গ্রহন না করা হলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটতে পারে। ।
ইয়েমেনের সরকার মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহায়তাপুষ্ট সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মার্কিন আঞ্চলিক নীতি অনুসরণ করে ঘোরতর শত্রু তেহরানকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ট্রাম্প প্রশাসন হুতি বিদ্রোহীদের যখন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে তখন গুতেরেস ইয়েমেন সম্পর্কে এই সতর্কতা ব্যক্ত করেছেন।
সাহায্য সংস্থগুলো জানিয়েছে, এতে করে সাহায্য পাঠানো বিঘিœত হলে ইয়েমেনে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়বে।
মার্কিন যুক্তরাষ্ট্র যদি হুথি বিদ্রোহীদের সন্ত্রাসবাদী দল হিসেবে চিহ্নিত করে, তবে অনেক দেশেরই তাদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা হবে।
গুতেরেস বলেন,“আমরা মনে করি যে, কোনো একতরফা উদ্যোগ সম্ভবত ইতিবাচক হবে না।”
বাসস/অনু- জেজেড/১৯০০/-শআ