বাসস দেশ-২ : এশিয়াটিক সোসাইটি’র ‘মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ প্রাক-প্রকাশনা বিক্রির সময় বাড়লো

150

বাসস দেশ-২
মুক্তিযুদ্ধ- জ্ঞানকোষ-সোসাইটি
এশিয়াটিক সোসাইটি’র ‘মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ’ প্রাক-প্রকাশনা বিক্রির সময় বাড়লো
ঢাকা, ২১ নভেম্বর, ২০২০ (বাসস) : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ (১০ খন্ড) এর প্রাক-প্রকাশনা বিক্রির সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রথমবারের মতো প্রকাশিত ৫০ শতাংশ ডিসকাউন্ট মূল্যের ‘মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ’ এর চাহিদা বাড়তে থাকায় বিক্রির সময়সীমা বাড়ানো হয়েছে।
অগ্রিম বই কিনতে বিকাশ লিংক www.liberationpedia.org অথবা এশিয়াটিক সোসাইটির কাউন্টারে টাকা জমা দেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উল্লেখ্য,মহান মুক্তিযুদ্ধের (১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর) পর্যন্ত সময়কালকে নিয়ে ৪৯২টি উপজেলার পৃথক ভুক্তিসহ প্রায় চার হাজার ভুক্তি এতে যুক্ত হয়েছে । ছয় বছর ধরে ছয় শতাধিক গবেষকের অক্লান্ত চেষ্টায় পাঠপর্যায় থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত এতে সংযুক্ত হয়েছে।
বাসস/সবি/এসএস/১২৩৫/-আসাচৌ