মাদারীপুরে স্মার্ট কার্ড বিতরণ শুরু

212

মাদারীপুর, ৮ আগস্ট, ২০১৮ (বাসস) : জেলায় আজ ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। সকালে প্রধান নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন। মাদারীপুর জেলা ছাড়াও একই সময় চাঁদপুর, ফেনী, ময়মনসিংহ, লক্ষ্মীপুর, যশোর, মুন্সীগঞ্জ ও মৌলভীবাজার জেলায় স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ. কে. এম নুরুল হুদা।
মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মাদারীপুরের ৫৯টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ২ লক্ষ ৫৩ হাজার ৪শ’ ৫৩ জন ভোটারের মাঝে এই স্মার্ট কার্ড বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্ট কার্ড পেয়ে খুশি ভোটাররা।
স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার স্ব্রুত কুমার হালদার বলেন, এ স্মার্ট কার্ড বিতরণের ফলে সন্ত্রাস, জঙ্গিবাদসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড জড়িতদের খুব সহজেই শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি যেকোন মামলার রহস্য খুব সহজেই উৎঘাটন করা যাবে বলেও জানান তিনি।