বাজিস-৪ : মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

274

বাজিস-৪
মাগুরা-বীজ ও সার
মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
মাগুরা, ২০ নভেম্বর ২০২০ (বাসস): জেলার সদও উপজেলায় আজ তিনহাজার ৫৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এসব বীজ ও সার বিতরণ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু তালহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে ২০২০-২১ অর্থবছরে ভুট্টা, সরিষা, পেঁয়াজ, বোরো ধান ও মুগডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদানা কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৯৫০/-এমকে