টেস্ট খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে রোহিত-ইশান্ত-সাহার

306

সিডনি, ২০ নভেম্বর ২০২০ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা, পেসার ইশান্ত শর্মা ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার।
ইনজুরির কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রথমে ঘোষিত দলে জায়গা হয়নি রোহিত-ইশান্তের। তবে ইনজুরি সত্বেও দলে জায়গা হয়েছিলো সাহার।
ইনজুরির কারনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৪টি ম্যাচ খেলতে পারেননি রোহিত। তবে শেষ দিকে তিন ম্যাচ খেলে টেস্ট দলে জায়গা ফিরে পান রোহিত। ইশান্তের এখনো সুযোগ হয়নি। সাহা তো দলের সাথে অস্ট্রেলিয়ায় আছেনই।
তবে এই তিনজনকে নিয়ে আশার আলো দেখতে শুরু করেছে ভারত। গতকাল বেঙ্গালুরুর জাতীয় একাডেমিতে ট্রেনিং শুরু করেছেন রোহিত। ফিটনেস ট্রেনিংএর উপর জোড় দিয়েছেন তিনি। তাতে কোন জড়তা ছিলো না রোহিতের।
ইশান্তও আছেন জাতীয় একাডেমিতে। একাডেমির প্রধান ও ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং শীর্ষ নির্বাচক সুনীল যোশির সামনে বোলিং করেছেন ইশান্ত। ইশান্তের উন্নতি দেখে খুশী দ্রাবিড় ও যোশি।
এদিকে, নেটে থ্রো ডাউনের সামনে ব্যাটিং শুরু করেছেন অস্ট্রেলিয়া থাকা সাহাও। ব্যাটিং করার সময় কোন সমস্যা অনুভব করেননি তিনি।
সাহার ব্যাটিংএর ভিডিও টুইটারে আপলোড দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভিডিওতে কাভার ড্রাইভ, স্কোয়ার কাট, পুল মারতে দেখা যায় সাহাকে। দলের উইকেটরক্ষকের ব্যাটিং পর্যবেক্ষণ করেছেন ভারতের কোচ রবি শাস্ত্রী।
১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্টের আগে রোহিত-ইশান্ত ও সাহাকে পাবার আশা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।