মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ১০০,০০০ ছাড়িয়েছে

666

মেক্সিকো সিটি, ২০ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক): মেক্সিকো বৃহস্পতিবার জানিয়েছে, তাদের দেশে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এ মাইলফলক অতিক্রম করার মধ্যদিয়ে দেশটি বিশ্বের চতুর্থ স্থানে উঠে এলো। খবর এএফপি’র।
এক সংবাদ সম্মেলনে উপ-স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ-গটাল বলেন, ‘আমাদের দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যা বেড়ে মোট এক লাখ ছাড়িয়ে গেছে।’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাত্যহিক হাল নাগাদ তথ্য অনুযায়ী, মেক্সিকোতে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭৬ জন করোনায় মারা গেছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে এক লাখ ১০৪ জনে দাঁড়ালো। মৃতের সংখ্যা দিক থেকে এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত মেক্সিকোর সামনে রয়েছে।
প্রায় ১৩ কোটি জনসংখ্যার দেশ মেক্সিকোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ১৯ হাজার ৫৪৩ জনে দাঁড়িয়েছে। আগের দিনের চেয়ে এ সংখ্যা ৪ হাজার ৪৭২ জন বেশি।
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রাত্যহিক হিসাবে মেক্সিকোতে আবারো আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।