বাসস দেশ-৩২ : রাতের তাপমাত্রা বাড়বে ১-২ ডিগ্রি সেলসিয়াস

180

বাসস দেশ-৩২
আবহাওয়া-পূর্বাভাস-কুয়াশা
রাতের তাপমাত্রা বাড়বে ১-২ ডিগ্রি সেলসিয়াস
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২০ (বাসস) : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা বাড়বে, অন্যদিকে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়,আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকা,রাজশাহী,রংপুর,খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে এবং বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে রাতের তাপমাত্রা কমতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬ টা ১৭ মিনিটে।
এদিকে,আজ রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না।
বাসস/সবি/এসএস/২০৪৬/এবিএইচ