বাজিস-৭ : নোয়াখালীতে শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা

146

বাজিস-৭
নোয়াখালী-শোভাযাত্রা
নোয়াখালীতে শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা
নোয়াখালী, ৮ আগস্ট ২০১৮ (বাসস) : মন্ত্রিসভায় নিরাপদ সড়ক আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নোয়াখালীতে আনন্দ শোভাযাত্রা বের করেছে শিক্ষার্থরা। সকালে বেগমগঞ্জ চৌরাস্তা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি আনন্দ শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভা যাত্রা শেষে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সাথে শোভা যাত্রায় উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় জালাল উদ্দিন ডিগ্রি কলেজ, নোয়াখালী পাবলিক স্কুল এন্ড কলেজ, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ডেল্টা জুট মিলস উচ্চ বিদ্যালয়, বেগমগঞ্জ কারীগরি সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৪৫৫/নূসী