রাজশাহীর অধিনায়ক শান্ত

542

ঢাকা, ১৯ নভেম্বর ২০২০ (বাসস) : আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
গেল মাসে শেষ হওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপে একটি দলের অধিনায়ক ছিলেন শান্ত। তার নেতৃত্বে দল ফাইনালেও খেলেছিলো। তাই আসন্ন টি-টুয়েন্টি টুর্নামেন্টের জন্য শান্তকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
অধিনায়কের দায়িত্ব পেয়ে শান্ত বলেন, ‘আমার কাছে মনে হয়, দলের কম্বিনেশন খুব ভালো হয়েছে। দলে সিনিয়র ও তরুণ খেলোয়াড় রয়েছে। সমন্বয়টা খুবই ভালো। অভিজ্ঞ খেলোয়াড় আছে। আশা করছি খুবই ভালো টুর্নামেন্ট হবে। আশা করছি টি-টুয়েন্টি আসর যেহেতু, খুবই ভালো উইকেটে খেলা হবে। তারপরও উইকেট যেমনই হোক আমরা মাঠে গিয়ে সে অনুসারেই খেলার চেষ্টা করবো। কিন্তু উইকেট নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই।’
শান্তর দলে মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সাইফুদ্দিন-নুরুল হাসান সোহান-ফরহাদ রেজা-আরাফাত সানির মত মত খেলোয়াড় রয়েছে। শিরোপা জয়ের মিশনে নামবে শান্ত-আশরাফুলরা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।
মিনিস্টার গ্রুপ রাজশাহী দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ইমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।