বাসস বিদেশ-৮ : মিশরে ৩২৯ টি নতুন কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেছে

117

বাসস বিদেশ-৮
মিশর- ভাইরাস
মিশরে ৩২৯ টি নতুন কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেছে
কায়রো, ১৯ নভেম্বর, ২০২০ (বাসস ডেস্ক) : মিশরে বুধবার রাতে নতুন আরো ৩২৯ টি কোভিড -১৯ সংক্রমণ নিবন্ধিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ৩১ জুলাই থেকে এটিই সেখানে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৬১৩ জন। খবর সিনহুয়া’র।
মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ মেঘেদ এক বিবৃতিতে বলেন, গত ২৪ ঘন্টায় নোবেল করনোভাইরাসে ১৪ জন মারা গেছে, দেশে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৫ ও অপর ১৩৩ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে এবং মোট ১ লাখ ১হাজার ৪২১ জন পুরোপুরি সূস্থ হয়ে গেছে।
বুধবার মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা ম্যাডবৌলি মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে জানান যে, বিশে^র বেশ ক’টি দেশে বর্তমানে মহামারীর দ্বিতীয় তরঙ্গ বইছে, যা প্রথমবারের চেয়ে বেশি বিস্তৃত ও বিপজ্জনক।
বাসস/ অনু- জেজেড/১৯৩৪/কেএমকে