বাসস ক্রীড়া-২ : রিচার্ডসনের পরিবর্তে টাই

97

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-রিচার্ডসন
রিচার্ডসনের পরিবর্তে টাই
সিডনি, ১৯ নভেম্বর ২০২০ (বাসস) : নিজ মাঠেন ভারতের বিপক্ষেম আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে কেন রিচার্ডসনের পরিবর্তে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন আরেক পেসার এন্ড্রু টাই।
ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন রিচার্ডসন। রিচার্ডসনের নাম প্রত্যাহারের বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সদ্যই জন্ম নেওয়া সন্তান ও স্ত্রীর পাশে থাকতে ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্বান্ত নিয়েছেন রিচার্ডসন। অ্যাডিলেডে নিজ বাড়িতে পরিবারের সাথেই সময় কাটাবেন তিনি।
সন্তান জন্মের কারনে সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ও শেফিল্ড শিল্ডের বেশ কয়েকটি ম্যাচেও খেলেননি রির্চাডসন।
ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন টাই। কিন্তু কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন টাই।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে খেলেছিলেন টাই। এরপর আর দল সুযোগ পাননি। রির্চাডসনের কারনে দু’বছর পর আবারো দলে সুযোগ হলো তার।
অস্ট্রেলিয়ার হয়ে ৭টি ওয়ানডে ও ২৬টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী টাই। ওয়ানডেতে ১২টি ও টি-টুয়েন্টিতে ৩৭টি উইকেট শিকার করেছেন তিনি।
আগামী ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত-অস্ট্রেলিয়া। ৪ ডিসেম্বর থেকে তিনটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা। ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ।
সীমিত ওভারের অস্ট্রেলিয়া দল : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, ড্যানিয়েল সামস, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিকস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, এন্ড্রু টাই ও ডেভিড ওয়ার্নার।
বাসস/এএমটি/১৫০০/স্বব