শরীয়তপুর সদর উপজেলার ৪২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

248

শরীয়তপুর, ১৯ নভেম্বর, ২০২০ (বাসস) : “মুজিববর্ষের অঙ্গিকার কৃষি হবে দূর্বার” এই শক্তিকে বুকে ধারণ করে কৃষি পুনর্বাসন ও প্রনোদনার আওয়তায় শরীয়তপুর সদর উপজেলার ৪ হাজার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীতপুর পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম কোতোয়াল। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আমীর হামজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেন।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ২ হাজার ৯৭৫ জন ও কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ১ হাজার ২৭৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে টমেটো, সরিষা, পিঁয়াজ, মরিচসহ ৯টি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।