নীলফামারীতে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ প্রচারে মহিলা সমাবেশ

328

নীলফামারী, ১৮ নভেম্বর ২০২০ (বাসস) : জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য দপ্তরের আয়োজনে আজ বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সুটিপাড়া ফুলতলা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নুরুন্নাহার শাহজাদী।
বিশেষ অতিথি ছিলেন কুন্দপুুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরী।
ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগের মধ্যে রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, ঘরে ঘরে বিদ্যুৎ, আশ্রয়ণ প্রকল্প, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা সহায়তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে এসব উদ্যোগের তথ্য পৌঁছে দিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।