বাজিস-১৫ : ফেনীতে মাস্ক না পরা ও মূল্যতালিকা না থাকায় জরিমানা

127

বাজিস-১৫
ফেনী-জরিমানা
ফেনীতে মাস্ক না পরা ও মূল্যতালিকা না থাকায় জরিমানা
ফেনী, ১৮ নভেম্বর ২০২০ (বাসস) জেলার সোনাগাজী উপজেলায় আজ করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্ক না পরা, পণ্যের মূল্য তালিকা না থাকা এবং ফুটপাথ দখল করার দায়ে সাতব্যক্তিকে মোট সাতহাজার ছয়শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বক্তারমুন্সী, ডাকবাংলো ও মতিগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক না পরায় মো. ইসমাইল, আবদুস সোবহান ও মো. ফয়সাল নামে তিনব্যক্তিকে দু’শ টাকা করে মোট ছয়শ’ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে বক্তারমুন্সীর বাজারে মূল্য তালিকা না থাকায় তাজুল ইসলাম, মো. আজম ও জহিরুল ইসলাম নামে তিন ব্যবসায়ীর প্রত্যেককে দুইহাজার টাকা করে মোট ছয়হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে ফুটপাত দখল করায় মিজান ফলবিতানকে একহাজার টাকা জরিমানা করা হয়।
তাছলিমা শিরিন জানান, এসময় শতাধিক লোকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি, মাস্ক পরিধান ও ফুটপাত দখল না করার জন্য মাইকিং করা হয়।
অভিযানকালে মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৪০/এমকে