বাসস ক্রীড়া-১১ : বঙ্গবন্ধু কাপে জ্বলে উঠার অপেক্ষায় বিপ্লব

124

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিপ্লব
বঙ্গবন্ধু কাপে জ্বলে উঠার অপেক্ষায় বিপ্লব
ঢাকা, ১৮ নভেম্বর ২০২০ (বাসস) : দলের জন্য অবদান রাখতে আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে জ্বলে উঠতে চান ফরচুন বরিশালের লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সাতটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন বিপ্লব। টি-টুয়েন্টি বোলার হিসেবে তকমা পাওয়া তরুণ এ তারকা বলেন, তার যে পরিকল্পনা রয়েছে তা সঠিক উপায়ে কাজে লাগাতে চান তিনি।
বিসিবি প্রেসিডেন্টস কাপে মাহমুদুল্লাহ একাদশের হয়ে তিন ম্যাচে মাত্র তিন উইকেট শিকার করেছিলেন বিপ্লব। তাই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। সর্বশেষ আসরে হতাশাজনক পারফরমেন্সকে সরিয়ে আসন্ন টুর্নামেন্টে ভালো করতে চান বিপ্লব।
আজ তিনি বলেন, ‘অবশ্যই আমার একটি পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় পর আমরা একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং তাই যত দ্রুত সম্ভব এই ফরম্যাটে মানিয়ে নিতে চেষ্টা করবো।’
বিপ্লব বলেন, ‘আমি দলের হয়ে প্রতিটি ম্যাচে ভালো করার চেষ্টা করব। আমি যতটা পারি, তার চেয়ে বেশি ম্যাচ বাই ম্যাচে অবদান রাখার পরিকল্পনা রয়েছে আমার।’
তরুন এই লেগ স্পিনার জানান, আসন্ন টি-টুয়েন্টি টুর্নামেন্টটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রস্তুত হতে বড় ভূমিকা পালন করবে।
তিনি বলেন, ‘বেশ লম্বা সময় আমরা টি-টুয়েন্টি ক্রিকেটের প্রশিক্ষণে ছিলাম না। টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য আমাদের কোন প্রস্তুতিও নেই। যেহেতু একটি টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে তাই নিজেকে প্রমান করার সুযোগ রয়েছে।’
বিপ্লব আরও বলেন, ‘এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভালো প্রস্তুতি নিতে পারবো। তাই আমাদের জন্য এটি একটি ভালো টুর্নামেন্ট।’
আসন্ন টুর্নামেন্টে ফরচুন বরিশালকে ভারসাম্যপূর্ণ দল হিসেবে অভিহিত করে তিনি জানান, চ্যাম্পিয়নশীপের জন্য তার দল লড়াই করবে।
বিপ্লব বলেন, ‘সত্যিই আমাদের দলের সমন্বয় ভাল হয়েছে। সা¤প্রতিক সময়ে খেলা খেলোয়াড়দের নিয়ে দলটি গঠন করা হয়েছে। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই লড়াই করবো।’
বাসস/এএমটি/১৮০০/স্বব