বাজিস-১১ : বান্দরবানে মাদক ও নারী শিশু নির্যাতন বন্ধে সাইকেল ক্যাম্পেইন

113

বাজিস-১১
বান্দরবান- ক্যাম্পেইন
বান্দরবানে মাদক ও নারী শিশু নির্যাতন বন্ধে সাইকেল ক্যাম্পেইন
বান্দরবান, ১৮ নভেম্বর, ২০২০ (বাসস): জেলায় আজ দেশকে মাদকমুক্ত রাখা এবং সমাজে নারী ও শিশু নির্যাতন বন্ধে সাইকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় জেলা পরিষদের প্রাঙ্গণে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবান অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের সদস্যরা সাইকেল নিয়ে জেলা সদর থেকে রোয়াংছড়ি উপজেলার পথে যাত্রা করেন।প্রথমদিনে তারা রোয়াংছড়ি উপজেলায় প্রচারনা ও মতবিনিময় করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, জেলার সাতটি উপজেলায় তারা সাইকেল নিয়ে ভ্রমণ করবেন এবং মাদক আর নারী নির্যাতনের বিরুদ্ধে তারা প্রচারণা চালাবেন।
বাসস/সংবাদদাতা/১৭২৫/-এমকে