বাজিস-৮ : জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসনের মানববন্ধন

124

বাজিস-৮
শরীয়তপুর-মানববন্ধন
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসনের মানববন্ধন
শরীয়তপুর, ১৮ নভেম্বর, ২০২০ (বাসস) : করোনার দ্বিতীয় উত্তাল মোকাবেলায় ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে শরীয়তপুর জেলা প্রশাসন।
আজ বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শামীম হোসেনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময় মাস্কবিহীন পথচারী ও আরোহীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বক্তরা করোনার দ্বিতীয় উত্তাল মোকাবেলায় গণপর্যায় মাস্কব্যবহারের আবশ্যকীয়তা বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান।
বাসস/সংবাদদাতা/১৩৫৫/-নূসী