বাজিস-১৪ : ফেনীর সোনাগাজীতে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা

185

বাজিস-১৪
ফেনী- জরিমানা
ফেনীর সোনাগাজীতে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী, ১৭ নভেম্বর ২০২০ (বাসস): জেলার সোনাগাজী উপজেলায় আজ অবৈধভাবে ফুটপাত দখল ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সোনাগাজী বাজারে পরিচালিত অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে মধুমেলাকে দশহাজার টাকা, ভূইয়া স্যানিটারিকে একহাজার টাকা, হাজির মিষ্টি মেলাকে পাঁচহাজার টাকা, ফয়সাল সুপার শপ তিনহাজার টাকা, মিন্টু লাল ফার্মেসীকে পাঁচশ’ টাকা, এক ফল দোকানদারকে দুইহাজার টাকাসহ মোট ২১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া মাস্ক পরিধান না করায় এক পথচারিকে দু’শ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯৪৯/এমকে