বাজিস-১৩ : হবিগঞ্জে লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতল বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

190

বাজিস-১৩
হবিগঞ্জ- হাসপাতাল
হবিগঞ্জে লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতল বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত
হবিগঞ্জ, ১৭ নভেম্বর ২০২০ (বাসস): জেলা সদরে আজ লাইসেন্স নাথাকায় বেসরকারি খোয়াই হাসপাতাল বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মোহাম্মদ রেজা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে এ নির্দেশ দেন।
এসময় সিলিভ সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুদ্দিন মোহাম্মদ রেজা জানান, ওই হাসপাতালটির লাইসেন্স না থাকার পাশাপাশি সেখানে অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ঔষধ ব্যবহার ও ব্যবহৃত সুতো সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে।হাসাপাতালটিতে ডিউটি ডাক্তার, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্ট ছিলনা।
তিনি জানান, ওই হাসপাতালের ব্যবস্থাপক গোলাম আম্বিয়া সুমনকে (৪১) তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯৪৭/এমকে