বাসস দেশ-২৮ : সরকারি বনভূমি দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার : পরিবেশ সচিব

89

বাসস দেশ-২৮
পরিবেশ সচিব – বনভূমি
সরকারি বনভূমি দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে সরকার : পরিবেশ সচিব
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২০ (বাসস) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান বলেছেন, সরকারী বনভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তর মিলনায়তনে “ বনভূমির মালিকানা সংরক্ষণে সঠিকভাবে বনভূমির রেকর্ডভূক্তির বিষয়ে করণীয়” শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন, যুগ্ম-সচিব (বন) মো. আব্দুর রাজ্জাক সরকার।
জিয়াউল হাসান বলেন, দখলদাররা ভূয়া কাগজ-পত্র তৈরি করে তাদের নামে বনভূমির রেকর্ডভূক্ত করার চেষ্টা করেন। দখল করা বনভূমির জায়গা পুনরায় সরকারের দখলে আনতে হবে। বনের জমি দখলমুক্ত করতে সরকারী প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে কাউকে কোন ধরনের ছাড় দেয়া হবে না।
দিনব্যাপী কর্মশালার কয়েকটি অধিবেশনে সঠিকভাবে বনভূমি রেকর্ডভূক্তি করার লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাসস/সবি/এমএএস/১৮৪৮/কেএমকে