বাজিস-১১ : শেরপুরে বিষমুক্ত সবজি চাষ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা

110

বাজিস-১১
শেরপুর- সবজি চাষ
শেরপুরে বিষমুক্ত সবজি চাষ বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা
শেরপুর, ১৭ নভেম্বর ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইইডি’র সহায়তায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া পশ্চিমপাড়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ এফএম মোবারক আলী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান কৃষকদের বিষমুক্ত সবজি চাষের বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ উদ্বুদ্ধকরণ সভায় ওই এলাকার শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন। পরে উপস্থিত কৃষকদের মাঝে সিডলেস লেবু, বারোমারি মরিচ, তুলসি, নিম গাছের চারা বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮২২/এমকে