বাসস দেশ-২৬ : সিলেট কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

87

বাসস দেশ-২৬
সিলেট-আগুন-নিয়ন্ত্রণ
সিলেট কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
সিলেট, ১৭ নভেম্বর, ২০২০( বাসস) : সিলেটের কুমারগাঁও বিদ্যুত উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পর দুপুর সোয়া ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ মঙ্গলবার সকালে ১১ টা ২০ মিনিটে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
পিডিবি সিলেটের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, আগুনে বিদ্যুতের দু’টি গ্রিড লাইন পুড়ে গেছে। তিনি আরও বলেন, একটি সাব গ্রেড থেকে আগুনের সূত্রপাত হয়, পরে মূল গ্রেডে ছড়িয়ে পড়ে। তবে আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো তারা নিরূপন করা যায়নি।
তিনি জানান, এ অগ্নিকান্ডের ফলে সিলেট মহানগরসহ সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফের বিদ্যুত সংযোগ চালু করতে কাজ করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ চালু করার জন্য তারা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৮২১/-শআ