বাসস ক্রীড়া-৭ : করোনায় আক্রান্ত লুইস সুয়ারেজ

91

বাসস ক্রীড়া-৭
ফুটবল-করোনা
করোনায় আক্রান্ত লুইস সুয়ারেজ
উরুগুয়ে, ১৭ নভেম্বর, ২০২০ (বাসস) : উরুগুয়ের শীর্ষ গোলদাতা লুইস সুয়ারেজ করোনায় আক্রান্ত হয়েছেন। যে কারনে ব্রাজিলের বিপক্ষে বিশ^কাপ বাছাইপর্বে তার আর খেলা হচ্ছেনা। একইসাথে শনিবার এ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে বার্সেলোনার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচেও তাকে দেখা যাবে না।
উরুগুয়ে ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, ‘জাতীয় দলের সব খেলোয়াড়দের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্য লুইস সুয়ারেজ ও রড্রিগো মুনোজসহ এক কর্মকর্তা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনজনই সুস্থ আছেন।’
এর আগে শনিবার কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর পজিটিভ হয়েছিলেন ডিফেন্ডার মাটিয়াস ভিনা।
২০০১ সাল থেকে ব্রাজিলের বিপক্ষে কোন ম্যাচে জয়ী হতে পারেনি উরুগুয়ে।
২০২২ কাতার বিশ^কাপে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে তিন ম্যাচে শতভাগ জয় নিয়ে বর্তমানে ব্রাজিল শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ৭ পয়েন্ট। ইকুয়েডর ও উরুগুয়ে সমান ৬ পয়েন্ট করে সংগ্রহ করেছে।
বাসস/নীহা/১৫৪০/স্বব