বাসস ক্রীড়া-৫ : জার্মানীর বিপক্ষে স্পেন দল থেকে ছিটকে গেলেন বাসকুয়েট

83

বাসস ক্রীড়া-৫
ফুটবল-স্পেন
জার্মানীর বিপক্ষে স্পেন দল থেকে ছিটকে গেলেন বাসকুয়েট
মিউনিখ, ১৭ নভেম্বর, ২০২০ (বাসস) : জার্মানীর বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য নেশন্স লিগের শেষ ম্যাচে স্প্যানিশ দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার সার্জিও বাসকুয়েট। শনিবার সুইজারল্যান্ডের সাথে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে হাঁটুর ইনজুরিতে পড়েছেন এই মিডফিল্ডার। যে কারনে শেষ ম্যাচটি আর খেলা হচ্ছেনা।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী স্প্যানিশ সকার ফেডারেশন নিশ্চিত করেছে বাসকুয়েটের বাম হাঁটুতে চোট লেগেছে। যদিও ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয় বলে জানা গেছে, তারপরেও তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে।
এদিকে ইনজুরির কারনে ৩২ বছর বয়সী বাসকুয়েটের লা লিগায় শনিবার এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামাও অনিশ্চিত হয়ে পড়েছে। আর এই বিষয়টি ইতোমধ্যেই বার্সেলোনাকে দু:শ্চিন্তায় ফেলেছে।
নেশন্স লিগের ফাইনাল ফোর নিশ্চিত করতে হলে জার্মানীর বিপক্ষে এ- লিগের চার নম্বর গ্রুপে অবশ্যই জয়ী হয়ে শীর্ষস্থান দখল করতে হবে স্পেনকে।
বাসস/নীহা/১৫৩০/স্বব